দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মামলায় জিতে ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেল পরিবার। হুগলির বলরামবাটির যুবক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পার্থ দাস কাজ করতেন ঝাড়খন্ডের সরাইখেলা জেলায় রাংতা মাইনস চেলিয়ামা ষ্টিল প্ল্যান্টে। সেখানেই ২০২২ সালের ১৮ এপ্রিল জেসিবি গাড়ির ধাক্কায় প্রাণ হারান তিনি। পরিবারের একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে অথৈ জলে পড়ে পরিবার। বাড়িতে তখন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী, নাবালক পুত্র, বাবা ও মা।
দুর্গাপুরে ‘মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে’ ২০২২ সালের আগস্টে ক্ষতিপূরণের মামলা দায়ের করে পরিবার। শনিবার সেই মামলার রায় বেরোয় দুর্গাপুর লোক আদালতে। লোক আদালতের বিচারক প্রশান্ত চৌধুরীর বেঞ্চ জেসিবি গাড়ির বীমা সংস্থাকে এক মাসের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ৯০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়। পরিবারের নামে দেওয়া ৯০ লক্ষ টাকার চেক আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আবেদনকারী পরিবারের আইনজীবী আয়ুব আনসারী জানান, পার্থের বাবা কিডনির রোগে আক্রান্ত হওয়ায় নিয়মিত মামলায় হাজিরা দিতে পারতেন না। কার্যত তিনি নিজেই মামলা চালিয়ে যান। এদিন আদালতের রায় বেরোনোর পরে তিনি বলেন, “রোজগার বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়ে পরিবারটি। আদালতের নির্দেশ মোতাবেক ক্ষতিপূরণ পেলে আর্থিক স্বাচ্ছন্দ্য কিছুটা হলও ফিরবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।