দুর্গাপুর, ৬ মে ২০২৪: প্রয়াত কিংবদন্তী শিল্পী মান্না দে-র ১০৬ তম জন্মদিন উপলক্ষ্যে গত ১ মে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। দুর্গাপুর মান্না দে ফ্যানস এসোসিয়েশন এর সদস্যরা প্রয়াত শিল্পীর গাওয়া বা সুর দেওয়া গান গেয়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এদিন সন্ধ্যায় দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোন এর স্বপন ব্যানার্জি স্মৃতিমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানের সূচনায় শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান এবং উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত এবং কবি অনিরুদ্ধ রায় চৌধুরী। শিল্পীর গাওয়া বা সুর দেওয়া গান পরিবেশনে অংশ নেন সুব্রত মুখোপাধ্যায়, বাবলু প্রামাণিক, উজ্জ্বল নন্দী, সুমিতা রাহুত, পঙ্কজ শ্রীবাস্তব, আনন্দিতা রায়, দীপঙ্কর মুখোপাধ্যায়, বানী চট্টোপাধ্যায়, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, শুভম হালদার, হেমন্ত মজুমদার, দীনবন্ধু বালিয়াল সহ মোট ২৩ জন শিল্পী।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন অরিজিৎ রায়, অনুপম রায়, গৌরব দাস, সুব্রত বিশ্বাস, রতন কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবদাস সেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বি জোন ক্লাব সমন্বয় সমিতি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।