
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পুরসভার বাজেট পেশ হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৮০৫ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। শুক্রবার দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বাজেট পেশ করেন। তিনি জানান, গত বছরের থেকে বাজেটের পরিমাণ বেড়েছে ১২২ কোটি টাকা।
গত বছর দুর্গাপুর পুরসভার মোট আয় হয়েছে ৮০৫ কোটি ৮৮ লক্ষ ৩৩ হাজার টাকা। এর মধ্যে নিজস্ব খাতে আয় হয়েছে ২৫০ কোটি ৭০ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা। ব্যয়ের পরিমাণ, ৮০১ কোটি ৮০ লক্ষ ১০ হাজার কোটি টাকা। গত আর্থিক বছরে দুর্গাপুর নগর নিগমের আর্থিক লাভ হয়েছে ৪ কোটি ১১ লক্ষ ৪৯ হাজার টাকা।
ভারত সরকার নিয়োজিত ‘ক্রিসিল ক্রেডিট রেটিং’ এজেন্সি দুর্গাপুর পুরসভাকে বি প্লাস রেটিং দিয়েছে বলে জানান চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। কলকাতার পর এই সম্মান পেয়েছে দুর্গাপুর পুরসভা। এর ফলে দুর্গাপুর পুরসভা তার নিজস্ব আয় থেকে ১০ কোটি টাকার বন্ড ছাড়তে পারে বাজারে।
তিনি জানান, ২০২৪ – ২৫ অর্থ বর্ষে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। নিজস্ব আর্থিক তহবিল থেকে একটি অত্যাধুনিক ভেন্টিলেশন যুক্ত অ্যাম্বুল্যান্স কেনা হবে। ওয়ার্ড পিছু ৫০০ পথ কুকুরকে ভ্যাকশিনেশন ও লাইগেশন করা হবে। নিগমের গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় জ্বালানির খরচ কমাতে নিজস্ব পেট্রোল পাম্প করার প্রস্তাব রয়েছে আগামী অর্থ বছরে।
এছাড়া পার্কিং সমস্যা কিছুটা লাঘব করতে ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাট এলাকায় বড় পার্কিং সহ একটি শপিং মল গড়ার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। পুরসভার বাজেটকে কটাক্ষ করে বর্ধমান সদর জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকসভা নির্বাচনের প্রাক্কালে কোনও বিজ্ঞপ্তি ছাড়াই বাজেট পেশ করছেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।