দুর্গাপুর দর্পণ, ১১ জুন ২০২৪: ক্লাব সভাপতি বিজেপিতে যোগ দিয়েছেন। তাই শাসক দলের চাপে সেই ক্লাবে পুলিশ তালা মেরে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে বিজেপি। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের জঙ্গল মহল ক্লাব নিয়ে এমন অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, ক্লাবের সভাপতি তথা তৃণমূললের উদ্বাস্তু সেলের জেলা সভাপতি অভিষেক রায় ২৭ এপ্রিল লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। এরপর অভিষেকের বাড়িতে বোমাবাজি ও হুমকির অভিযোগ ওঠে। ফল ঘোষণার পরে এবার ক্লাবেই তালা দিয়ে দিল পুলিশ। সেই ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
রাজ্য সরকারের ক্লাব অনুদানের টাকা পেয়েছে এই ক্লাব। ক্লাবে সব দলের সদস্যরা রয়েছেন। শিশুদের জন্য আর্ট ক্লাস হয়। আচমকা পুলিশ এই ক্লাব বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে সবাই। বিজেপি রাজ্য কমিটি সদস্য পারিজাত গাঙ্গুলির দাবি, লোকসভা ভোটে এই ওয়ার্ডে বিজেপি ভালো ফল করেছে। সামনেই পুর সভার নির্বাচন। তার আগে শাসক দল ভয় দেখিয়ে চাপ তৈরি করছে যাতে পুরসভায় এই ওয়ার্ডে জয় নিশ্চিত হয়। যদি এক সপ্তাহের মধ্যে ক্লাবের দরজা পুলিশ খুলে না দেয় তাহলে প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। পুলিশ নির্দিষ্ট কারণে ক্লাব বন্ধ করেছে। এর মধ্যে রাজনীতির কিছু নেই বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।