দুর্গাপুর: ট্রাক ছিনতাই করে ওড়িশায় গিয়েও মিলল না রেহাই। পাকড়াও করে দুর্গাপুরে নিয়ে এল পুলিশ। ৯ অক্টোবর দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা থেকে ওড়িশার ভুবনেশ্বরের পথে রওনা দেয় প্রায় ৫৪ লক্ষ টাকা মূল্যের কারখানার ক্রেনের যন্ত্রাংশ বোঝাই একটি ট্রাক। কয়েকদিন পরেও সেই ট্রাক ভুবনেশ্বরে না পৌঁছানোয় ১৪ অক্টোবর কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ। তদন্তে নামে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দানা ঘূর্ণিঝড়ের সময় ওড়িশা থেকে ওই ট্রাকটিকে উদ্ধার করে পুলিশ। তারপরেই চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়। তদন্তের ভিত্তিতে ওড়িশা থেকেই গ্রেফতার করা হয় চালক মহম্মদ ফারেজ ও যন্ত্রাংশ বিক্রিতে সাহায্য করা চালকের বন্ধু সোমনাথ ঝা। তাদের জেরা করে ক্রেনের যন্ত্রাংশ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে বিক্রি হয়েছে বলে জানতে পারে পুলিশ। সেখান থেকে প্রায় ৫১লক্ষ টাকার ক্রেনের যন্ত্রাংশ সহ ক্রেতা শেখ ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আরও কেউ জড়িত আছে কি না তা জানতে তল্লাশি চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোকওভেন থানায় সাংবাদিক বৈঠক করেন ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা। উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় সহ অন্যান্যরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।