উদ্বোধন হল দুর্গাপুর প্রেস ক্লাবের নতুন ভবনের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বাংলা নববর্ষে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে উদ্বোধন করা হল নবনির্মিত দুর্গাপুর প্রেস ক্লাব ভবনের। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়, জেলা তথ্য, সংস্কৃতি আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত, প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বছর ছয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের সময় দুর্গাপুর প্রেসক্লাবের জন্য জমির আবেদন করেন সাংবাদিকরা। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে সাংবাদিকদের জন্য প্রেস ক্লাব গড়ে দেওয়ার নির্দেশ দেন। সম্প্রতি ভবনের নির্মাণ কাজ শেষ হয়। মঙ্গলবার সেই ভবনের চাবি তুলে দেওয়া হয় সাংবাদিকদের হাতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )