দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সাংস্কৃতিক সংস্থা ‘দুর্গাপুর রম্যবীণা’র উদ্যোগে গত ১১ এপ্রিল সন্ধ্যায় আয়োজিত হল বসন্ত ঋতু নির্ভর রবীন্দ্রসঙ্গীতের মনোজ্ঞ আসর। স্থানীয় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটি সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়, অর্ণশ্রী চক্রবর্তী, বাণী চট্টোপাধ্যায়, জোনাকী মজুমদার, সুদীপ্তা দাস জানা, মহুয়া সরকার, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, মানসী মুখোপাধ্যায়, পূর্ণিমা ঘোষ, অনিন্দিতা সেনগুপ্ত, শিশুশিল্পী ঐশী রায়, সপ্তপর্ণা দে, সমীরণ বাগচী প্রমুখ ৩৪ জন শিল্পী। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন সমীর রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব মুখোপাধ্যায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।