রবীন্দ্র জন্মোৎসব পালন করল দুর্গাপুর রম্যবীণা

রবীন্দ্র জন্মোৎসব পালন করল দুর্গাপুর রম্যবীণা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে রবীন্দ্র জন্মোৎসব পালন করল দুর্গাপুর রম্যবীণা। ২৯-৩১ মে তিন দিন সন্ধ্যায় দেশবন্ধু ভবনের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন হয়। দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের সব থেকে বড় রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সুমিতা রাহুত, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়, বুলু সাহা, আত্রেয়ী ঘোষ, রিয়া সিংহ, সুদীপ্তা দাস জানা, ইন্দ্রানী মুখোপাধ্যায়, রিমা ঘোষ, অনিন্দিতা সেনগুপ্ত, বানী চট্টোপাধ্যায়, উত্তম লাহা, সোমনাথ অধিকারী, শিশু শিল্পী অর্চিষা লাহা, সমৃদ্ধা নায়ক, সৌমাল্য চক্রবর্তী প্রমুখ ৬৭ জন শিল্পী। আবৃত্তি পরিবেশন করেন বিপ্লব মুখোপাধ্যায়, গৌতম চক্রবর্তী, হৃদয় সাঁই, শ্রাবন্তী সাহা, মিতা চৌধুরী, সঞ্চিতা ঘোষ প্রমুখ। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন সমীর রায়, বুদ্ধদেব দাস, প্রেমাংশু সেন, বিশ্বায়ন রায় এবং প্রদীপ প্রামাণিক।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
রবীন্দ্র জন্মোৎসব পালন করল দুর্গাপুর রম্যবীণা
News
রবীন্দ্র জন্মোৎসব পালন করল দুর্গাপুর রম্যবীণা
:
পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে রবীন্দ্র জন্মোৎসব পালন করল দুর্গাপুর রম্যবীণা। ২৯-৩১ মে তিন দিন সন্ধ্যায় দেশবন্ধু ভবনের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন হয়।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!