দুর্গাপুর দর্পণ, ২৮ মে ২০২৪: রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সাংস্কৃতিক সংস্থা ‘দুর্গাপুর রম্যবীণা’। তিন সন্ধ্যা জুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএসপি টাউনশিপের দেশবন্ধু ভবনে ২৫-২৭ মে প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন অনুষ্ঠান শুরুর আগে সংস্থার সহ সভাপতি সদ্য প্রয়াত দিলীপ কুমার দত্ত রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
জানা গিয়েছে, ১৯৭৭ সাল থেকে প্রতি বছর রম্যবীণা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবছর তা ৪৮ বর্ষে পদার্পণ করল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্ত, প্রণব মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক, সুমিতা রাহুত, সৌমী বন্দ্যোপাধ্যায়, আনন্দিতা রায়, অর্ণশ্রী চক্রবর্তী, বাণী চট্টোপাধ্যায়, কস্তুরী দত্ত, রিয়া সিংহ, অশেষ মিত্র, শ্রাবয়িতা দে দাস, সুদীপ্তা দাস জানা, প্রত্যুষা নন্দী, বুলু সাহা, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, জোনাকি মজুমদার, শিশু শিল্পী নৈরঞ্জনা মজুমদার, সমীরণ বাগচী, ঐশী রায়, সপ্তপর্ণা দে প্রমুখ মোট ৫৬ জন শিল্পী।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
সঙ্গীত শিল্পীদের সঙ্গে যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন সমীর রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, প্রেমাংশু সেন, বুদ্ধদেব দাস, সঞ্জিত মুখোপাধ্যায় ও রতন কুন্ডু। আবৃত্তি পরিবেশন করেন শ্রাবন্তী সাহা, গৌতম চক্রবর্তী প্রমুখ। নৃত্য পরিবেশন করেন জিনিয়া ঘোষ এবং মন্দাকিনী চৌধুরী। এছাড়া ছিল শ্রুতি নাটক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিপ্লব মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।