
দুর্গাপুর: জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে ছাত্র ছাত্রীরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন ধরনের খাবার নিয়ে হাজির হয়েছিল স্কুলে আয়োজিত আনন্দমেলায়। ক্রেতার দলে ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। খাবার বিক্রি করে লাভ হয়েছে ছাত্র ছাত্রীদের। পড়াশোনার একঘেয়েমি রুটিনের মাঝে এই মেলা তাদের কাছে নিয়ে এসেছিল বাড়তি অক্সিজেন।
ছাত্র ছাত্রীরা খাবারের মোট ২১ টি স্টল দিয়েছিল। ইডলি, আসকে পিঠে, কল পিঠে, দুধ পুলি, চিকেন কাবাব, ঘুগনি, বারো ভাজা, পাপড়ি চাট, ঝাল মুড়ি, চাউমিন, ব্রেড পকোড়া, দই ফুচকা, চিলি চিকেন, বাঁধাকপির পকোড়া, চিকেন কাবাব, গোলাপি চা, কফি নিজের হাতে তৈরি করে তারা বিক্রি করে মেলায়।
মোট ৪৭, ৮৭২ টাকার খাবার বিক্রি হয়েছে মেলায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জানা গিয়েছে, প্রতিটি স্টল থেকে গড়ে ৮০-১০০ শতাংশ লাভ এসেছে। তা ছাত্র ছাত্রীরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। যেমন, স্নেহা, মেহের, নুসরতদের পিঠের স্টলের জন্য খরচ হয়েছে ১৯০০ টাকা। খাবার বিক্রি হয়েছে ৩৯৪০ টাকার। রোহিত, মাসুদদের ঘুগনির স্টলের জন্য খরচ হয়েছে ২১০০ টাকা। বিক্রি হয়েছে ৪২৭০ টাকার। ডালিয়া, আশমাতারাদের চাউমিন স্টলে লাভ হয়েছে ১১০ শতাংশ! প্রধান শিক্ষক জইনুল হক জানান, মেলার উদ্বোধন করে পঞ্চম শ্রেণীর দুই ছাত্র ও ছাত্রী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
