
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ মার্চ ২০২৪: তৃণমূল নেতাকে জড়িয়ে ধরলেন সিপিএম প্রার্থী। দিকে দিকে যেখানে শুধু প্রতিপক্ষ দল ও নেতাকে উদ্দেশ্য করে বিষোদ্গার করে চলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তখন রাজনৈতিক সৌজন্যের নজির দেখা গেল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অরবিন্দ নগরে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
কাঁধে লাল ঝান্ডা নিয়ে ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছে মিছিল। মিছিলের সামনে হঠাৎ ঝান্ডা হতে তৃণমূল নেতাকে দেখে জড়িয়ে ধরলেন বর্ধমান-দুর্গাপুরের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল। মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে সিপিএম প্রার্থীর এমন আচরণে খুশি দুর্গাপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর পিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজা। সৌজন্য সাক্ষাৎকারের পরে আবার এগিয়ে চলে মিছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#tmc #2024loksabhaelection #TMC #SukritiGhosal