
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ মার্চ ২০২৪: ‘বসন্ত বন্দনা’ উৎসবের আয়োজন করল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল অ্যাকাডেমি। ‘মধুর বসন্ত এসেছে’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হয় গত ২০মার্চ সন্ধ্যায় ডিএসপি টাউনশিপের বিটি রনদিভে স্মৃতি সভাগৃহে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন সুর পরিষদ, পুনশ্চ, নব মুক্ত মঞ্জরী, দুর্গাপুর কয়্যার, স্বরবাক, নটরাজ ড্যান্স অ্যাকাডেমি, নৃত্যে আনন্দে প্রভৃতি সংস্থার সদস্যরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পরিচালনা বা মুখ্য ভূমিকা পালন করেন আনন্দিতা রায়, পূর্বাশা আন বৈশ্য, বিশ্বায়ন রায়, দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, বিপ্লব মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, বাচিক শিল্পী কাকলি রায় প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।