শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা সম্মান পেল দুর্গাপুরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান Dr. B. C. Roy Society
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুলাই ২০২৪: শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা সম্মান পেল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান Dr. B. C. Roy Society। উদ্ভাবনী ভাবনা ও শিল্প সংশ্লিষ্ট শিক্ষায় শ্রেষ্ঠত্বের বিচারে দেশের অন্যতম সেরা মিডিয়া হাউস এবিপি আনন্দ এই শিক্ষা সম্মান দিয়ে থাকে। ২০২৪ সালের শিক্ষা সম্মান পেল Dr. B. C. Roy Society। সোসাইটির চারটি কলেজের পক্ষ থেকে Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences এর অধ্যক্ষ ড. সমীর সামন্ত কলকাতায় গত ২৭ জুন একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সম্মান গ্রহণ করেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রখ্যাত জ্যোতির্বিদ দেবীপ্রসাদ দুয়ারী ও অর্থনীতিবিদ ড. সুগত মার্জিত। পুরস্কার গ্রহণ করে ড. সমীর সামন্ত বলেন, “উৎকর্ষতা কোনও একটি গন্তব্য নয়। এটি একটি নিরবিচ্ছিন্ন যাত্রা। তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যতের উন্নতির জন্য শিক্ষায় উদ্ভাবন, সহযোগিতা এবং শ্রেষ্ঠত্বের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে সমাজকে।” প্রসঙ্গত, Dr. B. C. Roy Society কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে শিক্ষায় উৎকর্ষতার সম্মান পেয়ে আসছে। গত বছর পর্যন্ত জি ২৪ ঘন্টার কাছ থেকে এই সম্মান পেয়ে এসেছে এই প্রতিষ্ঠান। এবার তা এল এবিপি আনন্দের কাছ থেকে। সোসাইটির অধীনে রয়েছে চারটি কলেজ। এগুলি হল Dr. B. C. Roy Engineering College, Dr. B. C. Roy Polytechnic, Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences এবং Dr. B. C. Roy Academy of Professional Courses। চারটি কলেজেই গত কয়েক বছর ধরে শিল্পক্ষেত্রের উপযোগী শিক্ষা প্রদান ও গবেষণার উপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তার সুফলও মিলতে শুরু করেছে। ভিলাই স্টিল প্ল্যান্টে উৎপাদন সংশ্লিষ্ট সমস্যার কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমাধান ব্যবস্থা কার্যকরী করার কৃতিত্ব অর্জন করেছে Dr. B. C. Roy Engineering College। ভবিষ্যতে এমন আরও বহু সাফল্য আসতে চলেছে বলে নিশ্চিত সোসাইটি কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Siksha Samman 2024