দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৪: সাংবাদিক, ভাষ্যকার, সঞ্চালক, আবৃত্তি শিল্পী, নাট্য শিল্পী, সমাজকর্মী সহ নানা ভাবে পরিচিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের প্রয়াত তপেশ ব্যানার্জি। দুর্গাপুর ও রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ তথা আন্তর্জাতিক স্তরের সংস্কৃতি জগতের সঙ্গে তাঁর যোগ ছিল। গত ৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
তাঁর স্মরণে ডিএসপি টাউনশিপের সি জোনের মহাবীর ইউনাইটেড ক্লাবে বাংলা সংস্কৃতি বলয় এর দক্ষিণবঙ্গ সংসদের উদ্যোগে ও সুরঙ্গম দুর্গাপুর এর সহযোগিতায় একটি সভার আয়োজন করা হয়। দুর্গাপুর, কাটোয়া, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, ত্রিপুরা এমনকি বাংলাদেশ থেকে স্মৃতিচারণায় যোগ দিয়েছিলেন বহু বিশিষ্ট জন। উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি ত্রিপুরা থেকে দেবাশীষ ভট্টাচার্য, বাংলাদেশ থেকে বাংলা সংস্কৃতি বলয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন, বাংলা সংস্কৃতি বলয়ের দক্ষিণ বঙ্গ সংসদের পক্ষে ভবানীপ্রসাদ ব্যানার্জি, রূপা বিশ্বাস, স্নেহাশীষ রায় (বাঁকুড়া), রিমা ভট্টাচার্য, সুব্রত চক্রবর্তী, সায়ন্তী হাজরা (বর্ধমান), কৌশিক মুখার্জী (কাটোয়া)।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত, দুর্গাপুর নাটুকের পক্ষ থেকে নন্দিনী ব্যানার্জি, রিমঝিম সান্যাল, দুর্গাপুর সুরঙ্গমের পক্ষ থেকে কর্ণধার সোমা মৈত্র, দুর্গাপুর শ্রুতি রঙ্গমের পক্ষে কাকলি রায় ও অন্যান্যরা, দুর্গাপুর কয়্যারের পক্ষে পরিমল দাস, বিপ্লব চ্যাটার্জি, রিয়া সিংহ প্রমুখ। তাঁরা সকলেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও স্মৃতিচারণ করেন। এই স্মরণ সভায় তপেশ ব্যানার্জি অভিনীত একটি শর্ট ফিল্ম দ্য রিক্সাওয়ালা প্রদর্শিত হয়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।