দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ নভেম্বর ২০২২: কমনওয়েলথ পাওয়ার লিফ্টিং চ্যাম্পিয়নশিপে বেঞ্চ প্রেসে জোড়া স্বর্ণ পদক লাভ করলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বাসিন্দা ৭৫ বছর বয়সী নির্মল সাহা। মাস্টার ৪ গ্রুপ এর ৮৩ কেজি বিভাগে Equipped Bench Press ও Classic Bench Press প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক পান তিনি।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে এই প্রতিযোগিতা শুরু হয়েছে ২৮ নভেম্বর থেকে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে তুরস্কের ইস্তানবুলে আয়োজিত ‘Asia Equipped Bench Press Championship’ এ-ও জোড়া স্বর্ণ পদক পান তিনি, Classic Bench Press এবং Strong man of Asia Master- 4 group (Above 70 years), এই দুই বিভাগে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।