সুকুমার রায়ের লেখার বিভিন্ন ছবি দিয়ে কার্টুন তৈরি করে পুরো কলেজ চত্বর সাজানো হয়েছিল।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ ফেব্রুয়ারি ২০২৪: এবারের সরস্বতী পুজোয় অসাধারণ থিম উপহার দিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজেন্দ্রনাথ গ্রুপ অফ ইনস্টিটিউট। প্রথম বারের মতো এই কলেজে থিমের সরস্বতী পুজো হল। থিমের মাধ্যমে স্মরণ করা হয় প্রখ্যাত লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক সুকুমার রায়কে।
সুকুমার রায়ের লেখার বিভিন্ন ছবি দিয়ে কার্টুন তৈরি করে পুরো কলেজ চত্বর সাজানো হয়েছিল। ডঃ শুভদীপ ঘোষের মাথায় প্রথম আসে এই থিমের ভাবনা। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে তা বাস্তর রূপ পায়। ফাইন আর্টসের শিক্ষক প্রবীর বাইন অসাধারণ তুলির টানে ছবিগুলি ফুটিয়ে তোলেন। তাঁকে সাহায্য করেন কলেজের অফিসের কর্মী বীরেন বর্মন। শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন ডঃ চন্দ্রশেখর হালদার, সুব্রত নন্দী, নীহার নন্দী, শুভময় ভূইঁয়া, মৌমিতা রায়, সৌরভ রায়, রবি দাস প্রমুখ। ছাত্র-ছাত্রীদের তরফে পবিত্রা গড়াই সহ অন্যান্যদের আন্তরিক প্রয়াস প্রশংসাযোগ্য।
পুজোর দিন সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া, সবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুজো আয়োজনে সবাই সাধ্যমতো ভূমিকা পালন করেন। বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা ইভেন্টের আয়োজন করা হয়েছিল। দুপুরে ছিল ভোগের ব্যবস্থা। দৈনন্দিন রুটিনের বাইরে সারাটা দিন সবাই হৈ হুল্লোড় করে কাটান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।