![dtps](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/02/dtps-1.jpeg?fit=1024%2C576&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটিপিএসে (DTPS) নতুন ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। জায়গা ঘেরা হচ্ছে পাঁচিল দিয়ে। বস্তিবাসীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তাঁরা উঠবেন না। সেই দাবিতে গত কয়েক মাস ধরে সেখানে চলছে আন্দোলন। বৃহস্পতিবার মহকুমাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান বস্তিবাসীরা।
তবে শুক্রবার ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার দুর্গাপুরে এসে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, ডিভিসি পুনর্বাসনের কোনও প্রতিশ্রুতি দেবে না। এদিন দুর্গাপুর হাউসে তিনি সাংবাদিক বৈঠক করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়াকে সঙ্গে নিয়ে। সেখানেই তিনি জানান, প্রায় ৪০০ একর জমিতে ডিটিপিএসের ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট তৈরি করা হবে প্রায় ৭৯৭২কোটি ৯লাখ টাকা খরচ করে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। আগামী ২০২৮এর মধ্যে উৎপাদন শুরু হবে। কারখানা সম্প্রসারণের কাজে রাজ্য সরকার সাহায্য করছে বলেও জানান তিনি।
এদিকে ৪০০ একর জমির মধ্যে বেশ কিছু মানুষ জবরদখল করে রয়েছেন বলে অভিযোগ। তবে তাঁদের পুনর্বাসনের জন্য কোনও প্রতিশ্রুতি দেননি চেয়ারম্যান। এ বিষয়ে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া বলেন, “পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের এগিয়ে আসা দরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা রাজ্যের প্রকল্পের মাধ্যমে বস্তিবাসীদের পুনর্বাসন দেওয়া দরকার। যাঁরা আন্দোলন করছেন তাঁদের রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় আবাস যোজনা বা রাজ্যের প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের দাবি জানানো দরকার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।