October 3, 2023

চাষের সুবিধার্থে সেচের জল ছাড়তে শুরু করল ডিভিসি

barrage

দুর্গাপুর দর্পণ, আসানসোল , ২৮ জুলাই ২০২৩: চাষের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। খরিফ শস্য চাষের জন্য বুধবার বিকেলে এ নিয়ে বৈঠক করে চূড়ান্ত অনুমোদন দেয় দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটি। বৃহস্পতিবার থেকে সেচের জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হল এদিন।

প্রয়োজনের তুলনায় এবার খুব কম বৃষ্টি হয়েছে। ফলে চাষের কাজে জলের বিপুল ঘাটতি দেখা দিয়েছিল। চরম সমস্যায় ছিলেন চাষীরা। এই অবস্থায় সেচ দফতর ডিভিসি-র কাছে বারবার জল ছাড়ার আবেদন জানাচ্ছিল। সূত্রে জানা গিয়েছে, বুধবার পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও কৃষি দফতরের সঙ্গে ডিভিসি ও ডিভিআরআরসি কর্তৃপক্ষের বৈঠক হয়। এবং আজ থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  কৃষি দফতর জানিয়েছে, ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্তে উপকার হবে পূর্ব বর্ধমান, হুগলি ও বাঁকুড়া। তুলনামূলক ভাবে কম লাভবান হবে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা। কারণ, কাঁকসা ও দুর্গাপুর-ফরিদপুর ছাড়া জেলার আর কোনও ব্লকেই সেচখাল নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!