দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ মার্চ ২০২৪: দুর্নীতির প্রতিবাদে জেলায় জেলায় চলছে বামেদের আন্দোলন। বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার বিডিও অফিস, ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং খাদ্য দফতর ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।
উপস্থিত ছিলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার, কৌস্তভ চ্যাটার্জি, বীরেশ্বর মন্ডল সহ বহু বামপন্থী গণ সংগঠনের কর্মী সমর্থকরা। কাঁকসার মোল্লাপাড়া থেকে মিছিল করে এসে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। মীনাক্ষী মুখোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিডিওকে নিশানা করেন।
তিনি বলেন, “আপনি যে গাড়িতে চড়েন সেই গাড়িটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা। আপনি চাকরি পেয়েছেন আমাদের পরিষেবা দেওয়ার জন্য। সরকারি প্রকল্পের আবেদন গ্রহণ করে আশ্বাস দিয়েছিলেন পরিষেবা দেওয়ার। কিন্তু সেই পরিষেবা না দিয়ে কানে তুলো আর পিঠে কুলো বেঁধে বসে আছেন। কী করে সেই কানের তুলো আর আর পিঠের কুলো খুলতে হয় তা জানা আছে।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন রাজ্যে এসে জনসভা থেকে বলেন, বিজেপি নারী শক্তিকে বিকশিত ভারতের শক্তি বানাচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন। মীনাক্ষী বলেন, ‘‘হাতরাস থেকে সন্দেশখালিতে যেভাবে নারীদের ওপর নির্যাতন হয়েছে তাতে মানুষ বুঝতে পারছে নারীদের সুরক্ষা নিয়ে কতটা চিন্তিত কেন্দ্র ও রাজ্য সরকার!’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।