দুর্গাপুর দর্পণ, ৯ মে ২০২৪: বৃহস্পতিবার বিকালে দুর্গাপুরের ক্লাব স্যান্টোস মাঠ থেকে সগড়ভাঙা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার বর্ধমান-দুর্গাপুরের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার সহ সিপিএম কর্মী সমর্থকেরা।
মীনাক্ষী বলেন, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নানান কু কথা বলছেন কিন্তু মানুষের কথা বলছেন না। মানুষের জন্য কথা বলে সিপিএম। সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালকে ভোট দেওয়ার আবেদনও করেন তিনি।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।