দুর্গাপুর দর্পণ, ৩০ মে ২০২৪: ইসিএলের (ECL) পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) বাঁকোলা এরিয়ার কুমারডিহির খোলামুখ খনিতে বেশ কিছুদিন কয়লা উৎপাদন বন্ধ রয়েছে। সেই সুযোগে খোলামুখ খনিতে অবৈধভাবে সুড়ঙ্গ কেটে দুষ্কৃতীরা কয়লা কেটে নিচ্ছে বলে অভিযোগ।
বুধবার থেকে সুড়ঙ্গগুলি বন্ধ করার কাজ শুরু করেছেন কনি কর্তৃপক্ষ। সিআইএসএফ জওয়ানদের উপস্থিতিতে এদিন জেসিবি মেশিনের সাহায্যে মাটি ফেলে সুড়ঙ্গের মুখগুলি বন্ধ করে দেওয়া হয়। সিকিউরিটি অফিসার শৈলেন্দ্র কুমার সিং জানান, কয়লা চুরির খবর পাওয়া মাত্র সব ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।