শত্রুঘ্ন সিনহার সঙ্গে সেলফি তুলে চরম সমস্যায় ইসিএলের ম্যানেজার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের লাউদোহার ঝাঁঝড়া এমআইসিতে তৃণমূল সাংসদের সঙ্গে মঞ্চে সেলফি তুলে বিতর্কে ইসিএলের এক ম্যানেজার। জানা গিয়েছে, তাঁর নাম কোশিক খান। এদিন সেখানে আইএনটিটিইউসি অনুমোদিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের শ্রম নীতির বিরুদ্ধে ও কোল ইন্ডিয়া বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সভা ছিল। সেখানেই এই ঘটনা ঘটে।
দেখুন সেই ভিডিও
জানা গিয়েছে, ওই ম্যানেজারকে ফোনে কথা বলতে বলতে মঞ্চে উঠতে দেখা যায়। এরপর তিনি তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার ডানদিকের চেয়ারে বসে সেলফি তোলেন। এরপর তাঁর সঙ্গে করমর্দন করে তিনি নেমে যান। আইএনটিটিইউসির কর্মসূচিতে এভাবে তাঁর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বিজেপির রাজ্য সম্পাদক বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘ওই ইসিএল আধিকারিকের বিরুদ্ধে আমরা ইসিএলের সিএমডি’র কাছে চিঠি পাঠাবো। রাজনৈতিক কর্মসূচিতে তিনি এভাবে উপস্থিত থাকতে পারেন না।’’ যদিও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘‘শত্রুঘ্ন সিংহ সাংসদ শুধু নন, তিনি একজন জনপ্রিয় অভিনেতা। তাঁর সঙ্গে অনেকেই সেলফি তুলতে আসেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’’
ম্যানেজারের দাবি, তাঁর পরিচিতরা তাঁকে মঞ্চে নিয়ে যান। তিনি অফিসিয়ালি যাননি। তিনি গিয়েছিলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে দেখতে। কিন্তু ইসিএলের আধিকারিক হয়ে আইএনটিটিইউসি’র মঞ্চে? তিনি বলেন, ‘‘আমি ওভাবে যাইনি। হায় ভগবান! আমাকে দয়া করে ছেড়ে দিন।’’ তৃণমূল সাংসদের সঙ্গে সেলফি তোলার কথাও অস্বীকার করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।