দুর্গাপুর দর্পণ, অন্ডাল: স্ত্রীকে খুন করে আত্মঘাতী ইসিএল কর্মী! পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের পলাশবনের বাবুইশোল কলোনির ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম বাসন্তী চন্দ (৪২)। মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় চন্দ (৪৮)। তিনি ইসিএল কর্মী ছিলেন। পুলিশ দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দা মামনি সূত্রধর বলেন, “স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি হতো। মদ্যপ অবস্থায় বাসন্তীদেবীকে মারধর করত স্বামী ধনঞ্জয়। আমরা বৃহস্পতিবার সকালে জানতে পারি, বাড়ির ভেতর মৃত অবস্থায় পড়ে আছে বাসন্তীদেবী। প্রথমে ভেবেছিলাম, বাসন্তীদেবীকে খুন করে পালিয়েছে ধনঞ্জয়। পরে ধনঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পাই। আমাদের ধারণা, রাতে স্ত্রীকে খুন করে ধনঞ্জয় আত্মঘাতী হয়েছে।” শোওয়ার ঘরে খাটের উপর থেকে বাসন্তীদেবীর এবং বারান্দা থেকে ধনঞ্জয়ের ঝুলন্ত দেহ পাওয়া যায়। দম্পতির কোনও সন্তান হয়নি বলে জানিয়েছেন প্রতিবেশীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।