You are currently viewing এলাকাবাসীর বিক্ষোভে বন্ধ ইসিএলের কন্টিনিউয়ার্স মাইনার খনির কাজ

এলাকাবাসীর বিক্ষোভে বন্ধ ইসিএলের কন্টিনিউয়ার্স মাইনার খনির কাজ

এলাকাবাসীর অভিযোগ, বেআইনিভাবে তাঁদের জমির উপর কন্টিনিউয়াস মাইনার খনির কাজ করছেন খনি কর্তৃপক্ষ।

দুর্গাপুর দর্পণ, পান্ডবেশ্বর, ২০ নভেম্বর ২০২৩: চাকরির দাবিতে ইসিএলের কন্টিনিউয়ার্স মাইনার খনির কাজ বন্ধ করে আন্দোলনে নামলো ভূমিহারা কমিটি। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার বাঁকোলা এরিয়ার তিলাবনি কোলিয়ারির ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, বেআইনিভাবে তাঁদের জমির উপর কন্টিনিউয়াস মাইনার খনির কাজ করছেন খনি কর্তৃপক্ষ।

সোমবার সকালে তাঁরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে দেন। পাশাপাশি সব ভূমিহারাদের চাকরির দাবিও জানাতে থাকেন তাঁরা। কন্টিনিউয়াস মাইনার খনির কাজ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী সাফ জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত খনি কর্তৃপক্ষ তাঁদের জমি অধিগ্রহণের জন্য রেজিস্ট্রেশন না করছেন এবং লিখিতভাবে চাকরির আশ্বাস না মিলছে, ততক্ষণ আন্দোলন চলবে। বাঁকোলা এরিয়ার এজেন্ট অনুপ মন্ডল জানান, কত জমি অধিগ্রহণ হয়েছে তা দেখে বলতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply