কয়লা কান্ডে লালাকে বুধবার দিল্লিতে তলব করল ইডি

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ২০২৩: কয়লা কান্ডে (coal scam) অনুপ মাজি ওরফে লালাকে বুধবার দিল্লিতে তলব করল ইডি। বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লালাকে। এর আগে নিজাম প্যালেসে তিনি সিবিআইয়ের (CBI) জেরার মুখোমুখি হয়েছিলেন। এবার তিনি ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাবেন কী না সেটাই এখন দেখার!
জানা গিয়েছে, ২০২১ সালের এপ্রিলে সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন লালা। পুরুলিয়ার বাসিন্দা লালার বিরুদ্ধে কয়লা পাচার কান্ডে গুরুতর ভূমিকা থাকার অভিযোগ রয়েছে। পাচারচক্রের বিস্তারিত তথ্য এবং ওই টাকা কোথায় কোথায় পাঠানো হতো, তা জানতে ইডি তাঁকে জেরা করতে চায় বলে খবর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।