September 26, 2023

এবার পশ্চিম বর্ধমান জেলার এক হেভিওয়েট তৃণমূল নেতাকে তলব করল ইডি

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৭ জুন ২০২৩: কয়লা কাণ্ডে ফের চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) শিল্পাঞ্চলে। এবার কয়লাকাণ্ডে ইডি (ED) ডেকে পাঠালো মলয় ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে। তারপরেই গুঞ্জন শুরু হয়েছে শিল্পাঞ্চলে। জানা গিয়েছে, আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্কর চক্রবর্তীর নাম কয়লা পাচার মামলায় একাধিকবার উঠে এসেছে।

তাই এই তলব বলে মনে করা হচ্ছে। ইডি-র দাবি, শঙ্করকে এর আগে একাধিকবার নোটিস পাঠানো হয়েছে। কিন্তু তিনি হাজিরা দেননি। এমনকি, ফোন করেও সাড়া মেলেনি। তাই এবার সরাসরি দিল্লিতে ইডি-র সদর দফতরে আগামী সপ্তাহে হাজিরার জন্য তলব করা হয়েছে মন্ত্রী-ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতাকে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: