September 28, 2023

কয়লা পাচার কাণ্ডে আইন মন্ত্রীকে ১৯ জুন হাজিরার নির্দেশ দিল ইডি

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ জুন ২০২৩: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) ফের আইন মন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ১৯ জুন দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এই মামলায় মলয় ঘটককে মোট ৯বার সমন পাঠিয়েছে ইডি। তাঁর বাড়ি, অফিসে তল্লাশিও হয়েছে। কিন্তু তিনি এখন পর্যন্ত ইডির কাছে হাজিরা দেননি। রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

প্রথমে রক্ষাকবচ পেলেও পরে তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। আদালত জানায়, মলয় ঘটককে তলব করতে হলে অন্তত ১৫ দিন আগে সমন পাঠাতে হবে। সেই নির্দেশ মেনে ইডি তাঁকে ইমেল করে দু’বার সময় চেয়েছিল। কিন্তু তিনি জবাব দেননি। শেষ পর্যন্ত তৃতীয় ইমেলের জবাব দিয়েছেন তিনি। সেই অনুযায়ী ১৯ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: