উখড়া বাজারে রাস্তারই খোঁজ মিলছে না, ফুটপাথ তো দূরের কথা!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, ৫ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের উখড়া অন্য়তম উল্লেখযোগ্য বাজার। সেই বাজারে ফুটপাত বলে কিছুই নেই। সব কবে দখল হয়ে গিয়েছে। রাস্তাও বাজ যাচ্ছে না দখলদারদের হাত থেকে। ঘিঞ্জি বাজারে যাতায়াত করা যায় না। প্রায় দিনভর যানজট লেগেই থাকে।মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। জবরদখল হঠাতে প্রশাসনের তরফে সে ভাবে অতীতে উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জবরদখলকারীদের বিরুদ্ধে কড়়া বার্তা দেওয়ার পরে এবার প্রশাসন উদ্যোগী হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

শুক্রবার সকাল থেকে সরকারি জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করেছে প্রশাসন। উখড়া গ্রাম পঞ্চায়েত, অন্ডাল থানার পুলিশ ও চেম্বার অফ কমার্সের কর্মীরা একযোগে কাজে নেমেছে। বাজারের ফুটপাত অবিলম্বে খালি করার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়। সরকারি জমিতে অবৈধভাবে যারা নির্মাণ করে বসে রয়েছে তাদেরকে সতর্ক করা হয়।

কিশোরীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার কান্ড

উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে বলেন, “উখড়া বাজারে ব্যাপকভাবে ফুটপাত দখলের জেরে দিনের অধিকাংশ সময়ই যানজট তৈরি হয়। চরম সমস্যার মুখে পড়তে হয় ক্রেতা এবং সাধারণ মানুষকে। তাই সরকারি জমির ওপর অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণগুলি চিহ্নিতকরণের কাজ করা হয়। ফুটপাতেও মাপজোক করা হয়। দ্রুত সরকারি জমি দখলকারীদের জমি খালি করারও নির্দেশ দেওয়া হয়েছে।” এখন দেখার কতদিনে উখড়া বাজার দখলদার মুক্ত হয়ে ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!