বিশ্ব পরিবেশ দিবসে দুর্গাপুরে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচী

বিশ্ব পরিবেশ দিবসে দুর্গাপুরে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচী
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সেভ দ্য এনভায়রনমেন্ট (STE) দুর্গাপুরে ‘এক পেড় মা কে নাম’ জাতীয় প্রচারণার আওতায় বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। প্রকৃতিকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ কার্যকরী পদক্ষেপ। স্বেচ্ছাসেবী সংস্থার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কমলপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

বৃক্ষরোপণের জন্য স্কুলের হাতে জমি রয়েছে। এদিন সেখানেই বৃক্ষরোপণ করা হয়। ভবিষ্যতেও সেখানে বৃক্ষরোপণ করা হবে। এদিন সকালে স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি নির্মল কান্ত শর্মা, সম্মানিত অতিথি রবীন্দ্র নারায়ণ কৌল, বিদ্যালয়ের ডিরেক্ট তথা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় চারা রোপণের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল ছাড়াও অন্যান্য স্কুলের শিক্ষক, পড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরণের একশোর বেশি গাছের চারা রোপণ করা হয় এদিন। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
বিশ্ব পরিবেশ দিবসে দুর্গাপুরে 'এক পেড় মা কে নাম' কর্মসূচী
News
বিশ্ব পরিবেশ দিবসে দুর্গাপুরে 'এক পেড় মা কে নাম' কর্মসূচী
:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সেভ দ্য এনভায়রনমেন্ট (STE) দুর্গাপুরে 'এক পেড় মা কে নাম' জাতীয় প্রচারণার আওতায় বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!