প্রতিবেশীর মারে বৃদ্ধের মৃত্যু! চাঞ্চল্য পানাগড়ে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রতিবেশীর মারে বৃদ্ধের মৃত্যু! এমন অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার পানাগড় বাজারের ক্ষুদিরাম বোস রোড এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাকেশ জয়সওয়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭ মার্চ রাকেশের মারে গুরুতর জখম হয় কপিল জয়সওয়াল। দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিরার মৃত্যু হয় তার।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মৃতের ছেলে প্রতিবেশীর বিরুদ্ধে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ছেলের অভিযোগ, জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাবার সাথে ঝামেলা হয় প্রতিবেশীর। তারপরেই ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত রাকেশ জয়সওয়াল ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তদন্তে নেমে মঙ্গলবার রাতে দুর্গাপুর থেকে রাকেশকে পুলিশ গ্রেফতার করে। বুধবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
