দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর আদালতের প্রবেশদ্বার কার্যত দখল হয়ে যায় বাইক আরোহীদের দাপটে। বেহাল আদালত ভবনের প্রবেশদ্বারের রেলিং ভেঙে পড়েছে। সেখানেই বাইক রেখে দেওয়ায় ভয়ে ভয়ে যাতায়াত করতে হয় আইনজীবী থেকে সাধারণ মানুষ, সবাইকেই। এজলাসে যেতে চরম সমস্যায় পড়ছেন বিচারকরাও।
আদালতের আইনজীবী কল্লোল ঘোষ অভিযোগ করেন, আদালতের নিচের তলায় এবং উপর তলায় রয়েছে বিভিন্ন সরকারি দফতর। বেসমেন্টে রয়েছে আদালতের হেফাজত। আদালতে যাওয়ার মূল প্রবেশদ্বারের কংক্রিটের গার্ডওয়াল ভেঙে পড়েছে। এমনিতেই আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয়। পা ফসকে গেলেই বেসমেন্টে পড়ে বিপদ ঘটতে পারে। তার মধ্যেই এভাবে বাইক রাখা হচ্ছে। পুলিশকে একাধিকবার জানানোর পরেও সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।