দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জুলাই ২০২৪: শনিবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালের সামনে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জমিতে অবৈধভাবে গজিয়ে উঠা দোকানগুলি ভেঙে ফেলা হয় এদিন। এডিডিএ এর আধিকারিকেরা জেসিবি মেশিন দিয়ে এদিন দোকানগুলি ভেঙে দেন। এর ফলে বিপাকে পড়লেন সেখানকার দোকানদাররা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এডিডিএ এর দায়িত্ব নিয়েই চেয়ারম্যান কবি দত্ত জানিয়ে দিয়েছিলেন, এডিডিএ এর জায়গায় বসে থাকা অবৈধ দখলদারীদের হঠিয়ে দেওয়া হবে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে রাজ্য জুড়ে বেআইনি দখলদারদের উচ্ছেদ করার বার্তা দেন। দুর্গাপুরে এডিডিএ এর পক্ষ থেকে সিটি সেন্টারের বিভিন্ন অবৈধ নির্মাণের গায়ে উচ্ছেদ নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। অনেকেই কাঠামো সরিয়ে নেন। তবে এতদিন এডিডিএ কোনও উচ্ছেদ অভিযান করেনি।
সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, জখম যুবক ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে
শনিবার সকালে শেষ পর্যন্ত সিটি সেন্টারে উচ্ছেদ অভিযানে নামে এডিডিএ। গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান হয়। উচ্ছেদের জেরে মাথায় হাত পড়েছে দোকানদারদের। তেমনই একজন বলেন, “আমরা সংসার চালানোর জন্য দীর্ঘদিন ধরে অস্থায়ী ছাউনি করে দোকান করেছিলাম। এগুলোও ভেঙে দেওয়া হল। এখন কোথায় যাব, কী খাব, ভেবে কুল পাচ্ছি না। আমাদের জন্য যদি সরকার স্থায়ী কোনও শেডের ব্যবস্থা করে দেয় তাহলে খুব উপকার হয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।