দুর্গাপুরে মূক বধিরদের সংস্থার নজরকাড়া অনুষ্ঠান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তথ্য কেন্দ্রে জেলা মূক ও বধিরদের একটি সংস্থার অনুষ্ঠান আয়োজিত হয়। সংবর্ধনা দেওয়া হয় প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং শিক্ষক শিক্ষিকাদের। কয়েকজন শিশুকেও সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
চেয়ারপার্সেন বলেন, “এই সংস্থার সদস্যদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। সংগঠনের একটি মেয়ে আছে। সেই পুরোটা পরিচালনা করে। সে কথা বলতে পারে। তাই মূক ও বধিরদের ইশারা বুঝে সকলের কাছে উপস্থাপনা করে। ওদের উদ্যোগ প্রশংসনীয়।” সংস্থার তরফ থেকে জানানো হয়, চেয়ারপার্সেনের সহযোগিতা সব সময় মেলে। আগামী দিনে এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
