ট্রাফিক পুলিশের রক্তদান শিবিরে সামিল হলেন এলাকার সবাই

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সগড়ভাঙা সংলগ্ন একটি বেসরকারি ম্যারেজ হলে ট্রাফিক পুলিশের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার, এসিপি (দুর্গাপুর) সুবীর রায় সহ পুলিশের আধিকারিকরা। প্রায় ৭০জন রক্তদাতা রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। এসিপি বলেন, “গ্রীষ্মকালীন পরিস্থিতিতে রক্তের চাহিদা পূরণ করতে পুলিশের রক্তদান শিবিরে এলাকার সব শ্রেণীর মানুষ এগিয়ে এসেছেন।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
Highlight

News
ট্রাফিক পুলিশের রক্তদান শিবিরে সামিল হলেন এলাকার সবাই
:মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সগড়ভাঙা সংলগ্ন একটি বেসরকারি ম্যারেজ হলে ট্রাফিক পুলিশের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
Published By
Arpita Majumder
Publisher
Durgapur Darpan
Publisher Logo
