দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ জানুয়ারি ২০২৪: ‘ময়না বলো তুমি কৃষ্ণ রাধে’, এ গানের সঙ্গে সবাই পরিচিত। কিন্তু এটা ময়না নয়, এটা টিয়া পাখি! প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে তাকে দেখা যায় মন্দির চত্বরে। সে আসে প্রসাদ খেতে। অদ্ভুত এই টিয়া পাখিকে নিয়ে শুরু হয়েছে শোরগোল। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগরে রয়েছে রাম মন্দির। সেই মন্দিরেই সকাল সকাল প্রসাদ খেতে চলে আসে সেই টিয়া পাখি। গত কয়েকদিন ধরেই এলাকার বাসিন্দা এক মহিলা রাম মন্দির থেকে প্রসাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে এই টিয়া পাখিকে প্রসাদ খাইয়ে যান।
টিয়া পাখিটি মন্দিরের পাঁচিলে অপেক্ষা করে প্রসাদের জন্য। তিনি এলে তাঁর হাত থেকে প্রসাদ খায় টিয়া। প্রসাদ খেতে খেতে তাকে ‘কথা’ বলতেও শোনা যায়। স্থানীয় বাসিন্দা অমিতাভ ব্যানার্জী বলেন, ‘‘এই টিয়া পাখির কথা শুনে আমি আজ সকালেই গিয়েছিলাম মন্দিরে। অবাক কান্ড! আমার হাতেও প্রসাদ খেয়েছে সে। আমি ভীষণ আপ্লুত।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।