দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ জুলাই ২০২৪: অবশেষে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে শুরু হল উচ্ছেদ অভিযান। সিটি সেন্টারের স্মার্ট বাজারের আশপাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জমি দখল করে বসেছিল বহু বেআইনি দোকান। এদিন সেই সব দোকান উচ্ছেদ করা হয়। কোনও রকম বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে ছিল দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
এডিডিএ এর আধিকারিকেরা জেসিবি নিয়ে এই উচ্ছেদ অভিযান চালান। সরকারি জমি দখল মুক্ত করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই নোটিশ দেওয়া হয়েছিল এই সব দোকানদারদের। অনেকে জায়গা খালি করে সরে যান। বাকি যাঁরা দোকান সরাননি, সেই সব দোকানপাট এদিন ভেঙে দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকেই চলছে উচ্ছেদ অভিযান চলে। এদিন সিটি সেন্টার বাসস্ট্যান্ডেও উচ্ছেদ হয়। তবে কোথাও কোনও অশান্তির খবর নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।