September 29, 2023

Durgapur : এবার কাদা রোডেও উচ্ছেদের নোটিশ, বিপাকে যৌনকর্মীরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ২০, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ডের চাষিপাড়া, পলাশডিহা, তামলা, মেনগেট সহ নানা এলাকায় উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে ডিএসপি। ইস্পাত কারখানার সম্প্রসারণ হবে। জমি চাই। তাই ৬০-৭০ বছর ধরে বসবাস করা বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হয়েছে আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দলও সরব হয়েছে। এবার ৩৪ নম্বর ওয়ার্ডের কাদা রোড এলাকাতেও উচ্ছেদের নোটিশ দেওয়া হল। এলাকায় প্রায় ১২০০০ মানুষের বসবাস। তাছাড়া কাদা রোডে যৌনপল্লি রয়েছে। সেখানে প্রায় ৫০০ যৌনকর্মী রয়েছেন। তাঁদের অনেকের পরিবারের লোকজনও বসবাস করেন। এদিন দুর্বারে এ’বিষয়ে বৈঠকে বসেন যৌনকর্মীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: