দুর্গাপুর দর্পণ, ১০ জুন ২০২৪: গত বছরের মে মাসে পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) খাদিকুলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। কমপক্ষে ৯ জনের প্রাণহানি হয়। রবিবার রাত ১০ নাগাদ ফের ওই জেলারই কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। উড়ে যায় বা়ড়ি। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোমবার সকাল থেকে পুলিশ পিকেট বসেছে গ্রামে। গিয়েছে ফরেন্সিক টিমও।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১০টা নাগাদ গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়ি থেকে বিকট আওয়াজ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ঘর ছেড়ে বেরিয়ে পড়েন অনেকে। তাঁরা দেখেন, দাউদাউ করে জ্বলছে বাড়িটি। দমকল এসে আগুন নেভায়। ভেঙে গিয়েছে বাড়িটির একাংশ। আশপাশের ৪-৫টি বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ বাজি কারখানা চললেও পুলিশ ব্যবস্থা নেয় না।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।