গবেষণা চলাকালীন এনআইটি-তে তীব্র বিস্ফোরণ, আশঙ্কাজনক অধ্যাপক, জখম ছাত্র

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গবেষণার সময় ব্লাস্টিং! আশঙ্কাজনক অধ্যাপক, জখম ছাত্র। ব্যাপক চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি)। জানা গিয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক গুরুতর জখম হয়েছেন। তিনি দুর্গাপুরে সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা। জখম পড়ুয়ার নাম আকাশ মাঝি। সে আসানসোলের বাসিন্দা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এনআইটি সূত্রে খবর, মঙ্গলবার সকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার কাজ চলছিল। তখনই সেটি ব্লাস্ট করে যায়। সেখানে থাকা কেমিক্যাল ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং এক পড়ুয়া। দু’জনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনকেই আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
চতুর্থ বর্ষের ছাত্র দেবব্রত হেমব্রম বলেন, “ল্যাবের বাইরে গবেষণা চলছিল। তখনই ব্লাস্ট হয়। গুরুতর জখম একজন অধ্যাপক ও একজন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দু’জন সহপাঠী অল্পবিস্তর জখম হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।” এনআইটি- র মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রীকৃষ্ণ রাই বলেন, “অধ্যাপকের অবস্থা সংকটজনক। প্রয়োজনে তাঁকে উন্নততর চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )