এখন থেকে কি শনিবারেও পুরো স্কুল?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ জুন ২০২৩: অত্যধিক গরমের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২ মে স্কুলের ছুটি (Summer vacation) ঘোষণা করেন। মাঝে একবার স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু তাপপ্রবাহের কারণে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এর ফলে টানা ৪৫ দিন ছুটি থাকে স্কুলগুলিতে। এই পরিস্থিতিতে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিলেবাস।
অতিরিক্ত ছুটির জন্য নষ্ট হয়েছে অনেক ক্লাস। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়ে জানানো হয়েছে, অতিরিক্ত ক্লাস (extra classes) করিয়ে সিলেবাস শেষ করতে হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন স্কুল চিন্তাভাবনা শুরু করেছে, শনিবারেও যাতে অন্যান্য দিনের মতো পুরো ক্লাস করানো যায়। সেক্ষেত্রে টানা ছয় দিন পূর্ণ সময়ের ক্লাস হবে স্কুলগুলিতে।