ভোটের সকালে নদীয়া জুড়ে চরম অশান্তি..জ্বলল আগুন

দুর্গাপুর দর্পণ, নদীয়া, ৮ জুলাই ২০২৩: জেলায় সকাল থেকে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া (#PanchayatElection2023 )। বুথে বুথে লম্বা লাইন থাকলেও জেলা জুড়ে অশান্তির পরিবেশ। ভোটের দিন সকালেই জ্বলল আগুন। কোথাও আবার এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, কোথাও আবার সিভিক ভলান্টিয়ার দিয়ে চলছে ভোট প্রক্রিয়া।
অভিযোগ, নদীয়ার (Nadia) কোতোয়ালি থানার ভালুকা পঞ্চায়েতের আনন্দবাস এলাকায় সিপিএমের বোমাবাজিতে আহত দুই তৃণমূল কর্মী। রানাঘাটে নন্দীঘাট জি এসএফপি প্রাথমিক বিদ্যালয়ে (বুথ নাম্বার ৯০ ৭৬ ৭৭) কেন্দ্রীয় বাহিনী না থাকায় এখনো পর্যন্ত ভোট বন্ধ রেখেছে বিরোধী নির্বাচনী প্রার্থী এবং পোলিং এজেন্টরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন ভোটাররাও। বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজি এবং ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে কল্যাণীর ঘোরাঘাছা জুনিয়র বেসিক স্কুল মাঠ সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। নবদ্বীপ ব্লকের মহিশুরা এলাকায় বিজেপি এজেন্টকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। চাপড়া থানার অন্তর্গত কাঁঠালতলা ২০২ নম্বর বুথে প্রকাশ্যে দেখা গেল ছাপ্পা ভোট চলছে দেদার।