
দুর্গাপুর: শুক্রবার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (সেইল) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, বচসা। এদিন নেহেরু স্টেডিয়াম থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। পানীয় জল নেই, টি শার্ট দেওয়া হচ্ছে না, দৌড় শেষে টিফিন বা কফির ও ব্যবস্থা ছিল না। দৌড়ের সময় অ্যাম্বুলেন্সও ছিল না। সব মিলিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সবাই। আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেউ কেউ। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ডিএসপি কর্মী সুনীল কুমার বাউরির অভিযোগ, “চূড়ান্ত অব্যবস্থা। জল নেই। যারা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য গেঞ্জি নেই। যারা ম্যারাথন দৌড় করছে তারা কেউ অসুস্থ হয়ে পড়লে কোন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই। টিফিন পর্যন্ত সময় দেওয়া হচ্ছে না। নাম বলতে অনিচ্ছুক ডিএসপির এক আধিকারিক বলেন, “নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে লাইনে দাঁড়ালেই সবকিছু পাওয়া যাবে। তবে পরের বছর থেকে আরও ভালো ব্যবস্থা করব।”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
