September 28, 2023

Online Fraud: বন্ধ হয়ে যাওয়া বিগবাজারের ভুয়ো ওয়েবসাইট খুলে চরম প্রতারণা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ জুলাই ২০২৩: বন্ধ হয়ে যাওয়া বিগবাজারের ভুয়ো ওয়েবসাইট খুলে চলছে চরম প্রতারণা। লিঙ্কে ক্লিক করলেই চরম বিপদ। সোশ্যাল মিডিয়ায় প্রতারকরা বহু মানুষকে ফাঁদে ফেলছে। লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।  প্রতারণার নামে নতুন এই ছক জানতে পেরে পুলিশ অভিযান চালিয়েছে। ঝাড়খণ্ডের জামতারা জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ রবিবার বহু নগদ, দামি গাড়ি, মোবাইল, ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো সিমকার্ড সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে।

কীভাবে চলছিল নতুন এই অনলাইন প্রতারণা (Online Fraud)? জানা গিয়েছে, ফিউচার গ্রুপের বিগবাজার অধিগ্রহণ করে নিয়েছে রিলায়েন্স। তাদের নিজেদের ব্রান্ডের নামে ব্যবসা চালাচ্ছে। অথচ সোশ্যাল মিডিয়ায় বিগবাজারের নামে খোলা হয়েছে ভুয়ো ওয়েবসাইট। সেখানে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। বিপুল ডিসকাউন্ট। যেমন ২০০০ টাকার সামগ্রী ৪৯৯ টাকায় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

এই বিপুল ডিসকাউন্টের ভুয়ো লিঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই লিঙ্কে ক্লিক করে অফারের সুবিধা নিতে অনেকেই পেমেন্ট করে দিচ্ছেন। সেই টাকা চলে যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে। আর কিছু করার থাকছে না। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে আরও বিস্তারিত খোঁজখবর করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: