দুর্গাপুর দর্পণ, ৮ জুন ২০২৪: মুখঢাকা দুষ্কৃতীরা আচমকা এসে একটি দোকানে তান্ডব চালালো বর্ধমান শহরের সোনাপট্টি এলাকায়। শুক্রবার রাতে ১০-১৫ জন আসে। দোকানে ভাঙচুর করে লুঠ করা হয়। তখন দোকান সামলাচ্ছিলেন দোকান মালিকের স্ত্রী। তিনি বাধা দিতে গেলে তাঁকে জোর করে আটকে রেখে শ্লীলতাহানি করা হয়, মারধর করা হয়। লুঠপাটের করার পর তারা মিঠাপুকুরের দিকে বেরিয়ে যায়। ঘটনায় শহর জুড়ে নিন্দার ঝড়।
দোকান মালিক শহরের একজন পরিচিত সাঁতারু। সাঁতারের প্রশিক্ষণ দেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান ওমেন্স কলেজে ১১২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন তিনি। সেই বুথে বিজেপি লিড পায়। তাঁদের বহু পুরনো দোকান রয়েছে সোনাপট্টিতে। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ হঠাৎ দুষ্কৃতীরা হানা দেয় দোকানে। থানা থেকে দূরত্ব ১ কিমিরও কম। পুরো এলাকা সিসি ক্যামেরায় মোড়া অথচ শনিবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। কেন? (Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ওই মহিলা বলেন, “আমার স্বামী বিজেপি করায় আমাদের এই হাল করা হল। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের শান্তিপূর্ণ এলাকা। কখনও এমন ঘটেনি। আমার বুকে এখনও ব্যথা। ডাক্তারের কাছে গিয়েছিলাম। দোষীদের চরম শাস্তি চাই।” শহরের তৃণমূল কর্মীদের একাংশ নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যারা করেছে বা যারা এটা করিয়েছে, তাদের পুলিশ দ্রুত গ্রেফতার করুক। এই জিনিস বর্ধমান শহরে চলতে পারে না। এখানে সভ্য মানুষ বসবাস করেন। জঙ্গলের রাজত্ব চলবে না।” যদিও তৃণমূল বিধায়ক খোকন দাসের দাবি, এমন কোনও খবর তাঁর জানা নেই। পুলিশের এক আধিকারিক দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।