ছিঃ! বিজেপির পতাকা থেকে ঝুলছে কন্ডোম, এ কী নোংরামি?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ জুন ২০২৩: সামনেই পঞ্চায়েত নির্বাচন। সব দল জোরকদমে প্রচার শুরু করেছে। সব জায়গায় নিজের নিজের দলীয় পতাকা লাগিয়ে চলেছেন কর্মী সমর্থকেরা। কিন্তু জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ডিপো লাইন এলাকার মানুষজন প্রত্যক্ষ করলেন চরম নোংরামি।
সেখানে বিজেপির দলীয় পতাকায় কে বা কারা কন্ডোম ঝুলিয়ে দিয়ে গিয়েছে। এত নিম্ন রুচি নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের বক্তব্য, তারা নোংরামিতে বিশ্বাস করে না। এই ঘটনার নিন্দা করছে তারা। বিজেপি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে।