হঠাৎ বন্ধ হয়ে গেল ফেসবুক, কারণটা কী জানেন?

হঠাৎ বন্ধ হয়ে গেল ফেসবুক, কারণটা কী জানেন?
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ মার্চ ২০২৪: মঙ্গলবার রাত ৯টার কিছু আগে থেকে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছিলেন না ফেসবুক (Facebook) ব্যবহারকারীরা। ফেসবুকে লগইনের চেষ্টা করেও সেখানে প্রবেশ করা যাচ্ছে না। ইনস্টাগ্রামেরও একই দশা। প্রায় ৪০ মিনিট পরে ফের স্বাভাবিক হয় পরিষেবা

মেটা জানিয়ে দেয়, There is meta server error. Everyone is getting logged out of these platforms. Facebook and Instagram will down. Anyone facing any issue please dont panic. Once the issue is fixed from Meta’s end everything will go back to normal. Please do not try to reset anything meanwhile.

( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

ব্যবহারকারীরা জানান, হুট করেই ফেসবুক থেকে তাঁদের বের করে দেওয়া হয়। সেশন এক্সপায়ার্ড বলে দেওয়া হয়। এরপর অনেক চেষ্টা করেও আর কেউ ঢুকতে পারেননি। প্রথমে অনেকে মনে করেছিলেন, হয়তো তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। তা নিয়ে আতঙ্কিতও হয়ে পড়েন। পরে বাকিদের কাছে খবর নিয়ে তাঁরা জানতে পারেন তাঁদেরও একই অবস্থা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!