September 28, 2023

ভুয়ো IAS পাওয়া গেল পুরুলিয়ায়, ২০০৯ সাল থেকে চলছে তার কারবার

দুর্গাপুর দর্পণ, পুরুলিয়া, ১৩ জুন ২০২৩: ভুয়ো IAS পাওয়া গেল পুরুলিয়ায় (Purulia)। সেই ২০০৯ সাল থেকে চলছে তার কারবার। ধনী পরিবারের মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে মোটা টাকা হাতিয়ে নিত সেই যুবক। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল সে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রিকো মাহাতো। বাড়ি মফস্বল থানার গোপালপুর গ্রামে।

মফস্বল থানারই পুড়দা গ্রামের একটি মেয়ের সঙ্গে IAS অফিসারের মিথ্যা পরিচয় দিয়ে ঘনিষ্ঠতা বাড়ায় সে। এরপর রেজিস্ট্রি করে বিয়ে করে সে। কিন্তু বিয়ের পর নববধূ ধরে ফেলে তার কারবার। বিবাহ বিচ্ছেদ চাইলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় রিকোর বাড়ি থেকে। মেয়ের মা থানায় অভিযোগ দায়ের করে। শেষ পর্যন্ত পুলিশের জালে পড়ে সে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: