বাইকে করে জাল টিকিট বিক্রি করছিল বহিরাগত ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ শুক্রবার ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে।
—————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ অক্টোবর ২০২৩: রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল লটারি টিকিটের রমরমা কারবার চলছে বলে অভিযোগ। গ্রেফতার হচ্ছে একের পর এক জাল টিকিটের কারবারি। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের কাজোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এমনই এক জাল টিকিট বিক্রেতাকে। পুলিশ জানিয়েছে, বাইকে করে জাল টিকিট বিক্রি করছিল বহিরাগত ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ শুক্রবার ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে। গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মাধব মন্ডল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ২৩৫০ টাকা, ৬০হাজার টাকার জাল টিকিট। তার বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
শনিবার ধৃতকে পুলিশ হেফাজত চেয়ে দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডিয়ার লটারির নামে ঝাড়খন্ড থেকে এই জাল টিকিট এ রাজ্যে আসে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে অন্ডাল থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।