September 26, 2023

মোবাইল অ্যাপে টাকা রোজগারের বিপুল সুযোগ, ফেরত দ্বিগুণ! তারপর?

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ৯ আগস্ট ২০২৩: মোবাইল অ্যাপে টাকা রোজগারের বিপুল সুযোগ, ফেরত দ্বিগুণ! এই ফাঁদে পা দিয়েই অনেকের সর্বনাশ হয়েছে। একটি ধুরন্ধর চক্র এই অ্যাপটি চালাতো। চক্রের সঙ্গে জড়িত সন্দেহে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার (Kalna) পূর্বস্থলী থানার তামাঘাটার সন্দীপ সেন, সুকান্ত নস্করকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের জেরা করে দলের বাকিদের খোঁজ চলছে।

পুলিশ জানিয়েছে, এজেন্টের মাধ্যমে মোবাইলে লিঙ্ক পাঠিয়ে অ্যাপটি ডাউনলোড করানো হত। ফুল, ফল, পাখি, বাঁশ সহ বিভিন্ন পণ্যের ছবি চলে আসত স্ক্রিনে। এক একটি পণ্যে এক এক রকম টাকা বিনিয়োগ করা যেত। যেমন, একটি পাখির দাম হয়তো ২০০ টাকা। কেউ ২০টি পাখির জন্য মোট ৪০০০ টাকা বিনিয়োগ করলেন। কিছুদিনের মধ্যেই সেই টাকা দ্বিগুণ অর্থাৎ ৮০০০ টাকা হয়ে ঢুকত অ্যাকাউন্টে। লোভে পড়ে অনেকেই আরও বেশি বেশি করে অর্থ লগ্নি করে বসতেন। আচমকা বন্ধ হয়ে যেত অ্যাপ। দ্বিগুণ তো দূরের কথা, আসল টাকাও ততক্ষণে গায়েব।

সম্প্রতি পূর্ব আটপাড়া এলাকার বাসিন্দা রফিক মণ্ডল পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি ওই অ্যাপে ১ লক্ষ ৩০ হাজার টাকা বিনিয়োগ করেন। কিছু টাকা ফেরত পান। এরপরেই অ্যাপটি বন্ধ হয়ে যায়। তাঁর মতো বহু মানুষ প্রতারিত হয়েছেন। পুলিশ তদন্তে জানতে পারে, ওই অ্যাপের মাধ্য়মে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলির গ্রামীণ এলাকা থেকে অনেকের টাকা আত্মসাৎ করা হয়েছে।

ধৃতদের জেরা করে পুলিশ নিশ্চিত, তারা ওই প্রতারক সংস্থার এজেন্টের কাজ করত। পুলিশের দাবি, সন্দীপ এজেন্ট হিসাবে ৪০ লক্ষ টাকা কমিশন বাবদ রোজগার করেছে। তার নীচে আরও একশো জন এজেন্ট রয়েছে। একটি বিদেশি সংস্থা পুরোটা পরিচালনা করত বলে ধৃতদের দাবি। পুলিশ তদন্ত চালাচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: