দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ আগস্ট ২০২৪: বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর চালিয়ে, আগুন ধরিয়ে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে বিখ্যাত ফুটবল ক্লাব ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমণ্ডি। ট্রফি লুঠ হয়ে গিয়েছে। দুই ক্লাবের কর্তারা প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়েছেন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেও এমন নারকীয় তান্ডব দেখে সবাই নিশ্চিত, ছাত্র আন্দোলনের মুখোশে রীতিমতো পরিকল্পনা করেই তান্ডব চলছে দেশ জুড়ে। সেনা বাহিনী কার্যত নীরব দর্শক হয়ে বসে রয়েছে। দুষ্কৃতীরা দেশ জুড়ে লুঠপাট, খুন করে চলেছে। নিরাপত্তার অভাবে পুলিশের নীচু তলা বিদ্রোহ করে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। কার্যত বাংলাদেশে আইনের শাসন তো দূরের কথা, কোনও শাসনই নেই আর।
এ কোন বাংলাদেশ
🚨House of Bangladesh former PM Sheikh Hasina invaded by rioters
– She was forced to resign by Bangladesh Army Chief & has fled Dhaka#Bangladesh#BangladeshViolence #SheikhHasina pic.twitter.com/9RKwqCo1dR
— Kreately.in (@KreatelyMedia) August 5, 2024
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Bangladesh #Football #Seikh Hasina #Bangladesh Quota Protest